মস্কোতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মস্কোতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

মস্কোতে ৩০ মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৪ জুন) ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে এই পরীক্ষা চালানো হয়। এই সপ্তাহে দুইবার এমন পরীক্ষা চালানোর কথা রয়েছে মার্কিন বিমান বাহিনীর।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দেখভালের দায়িত্বে থাকা এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড এই পরীক্ষা চালিয়েছে।

পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটিতে কোনো অস্ত্র ছিলো না।

ঘণ্টায় ১৫ হাজার মাইল গতিতে প্রায় ৪ হাজার ২০০ কিমি দূরত্ব পাড়ি দিয়েছে ক্ষেপণাস্ত্রটি। অবশেষে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে গিয়ে এটি বিধ্বস্ত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্ণেল ক্রিস ক্রুজ জানান, গত ফেব্রুয়ারিতে এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল।

কিন্তু কিছু মেরামতের জন্য পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দিতে হয়েছিল। এমন পরীক্ষার মধ্য দিয়ে আমাদের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও সক্ষমতা পরীক্ষিত হবে।

news24bd.tv/ab