এমবাপ্পে ঝলকে লুক্সেমবার্গকে হারাল ফ্রান্স

এমবাপ্পে ঝলকে লুক্সেমবার্গকে হারাল ফ্রান্স

অনলাইন ডেস্ক

ইউরো শুরুর আগে ফিফা প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ইউরোপিয়ান দলগুলো। সেই প্রীতি ম্যাচে আরও একবার ঝলক দেখালেন কিলিয়ান এমবাপ্পে। আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল তো করলেনই, সঙ্গে সতীর্থদের দিয়েও করালেন গোল।

গতকাল বুধবার (৬ জুন) দিবাগত রাতে মেতজের স্তাদে সেন্ট সেইম্ফোরিয়েনে লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স।

বাকি দুই গোলদাতা রান্দাল কোলো মুয়ানি এবং জোনাথন ক্লাউস।  

ঘরের মাঠে এদিন প্রথম গোলের জন্য ফ্রান্সকে অপেক্ষা করতে হয় ৪৩তম পর্যন্ত। গোলের খাতা খোলেন কোলো মুয়ানি। এমবাপ্পের সহায়তায় ডেডলক ভাঙেন তিনি।

এরপর ৭০তম মিনিটে ক্লাউস করেন গোল। বলের যোগানদাতা সেই এমবাপ্পে।  

ম্যাচের শেষদিকে এমবাপ্পে নিজেও খুঁজে নেন জাল, ব্র্যাডলি বারকোলার সহায়তায় ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।  

অধিনায়কের এমন পারফরম্যান্সের পর বন্দনায় মাতেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘এটা তার একটা ভালো দিক। কিলিয়ান একজন অসাধারণ নেতা, আমাদের শুধুমাত্র তার সেরাটা প্রয়োজন। ’ 

এদিকে, ইউরো মিশন শুরুর আগে আগামী ১০ জুন আরও একটি প্রীতি ম্যাচ খেলবে দিদিয়ের দেশমের দল, প্রতিপক্ষ কানাডা। এরপর আগামী ১৭ জুন ডাসেলডর্ফে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ইউরো মিশন শুরু হচ্ছে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক