সড়কে আইন অমান্য করার প্রতিযোগিতা রুখতে হবে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

সড়কে আইন অমান্য করার প্রতিযোগিতা রুখতে হবে: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, প্রতিদিনই সড়কে আইন অমান্য করার প্রতিযোগিতা চলে। আর এই অশুভ প্রতিযোগিতা রোধে ট্রাফিক আইন মেনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে রোড সেফটি পোস্টার এন্ড স্লোগান কনটেস্ট-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, আইন না মানার কারণে সড়কে যানজট ও নানান বিশৃঙ্খলা তৈরি হয়।

শিক্ষার্থীদের থেকেই আইন মানার প্রবণতা তৈরির করা উচিৎ বলেও মনে করেন তিনি। ঘর থেকে সড়কে সব স্থানেই আইন মেনে চলার তাগিদ দেন কমিশনার।

এই অনুষ্ঠানে কিশোর গ্যাং নিয়েই ডিএমপি কমিশনার কথা বলেন। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে।

news24bd.tv/SC