পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

মুখোমুখি পাকিস্তান-যুক্তরাষ্ট্র। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার অন্যতম পরাশক্তি দেশটি। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল টসে জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।  

বিশ্বকাপে পা দেওয়ার আগে টানা টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে পাকিস্তান।

পরপর চার সিরিজ খেলে তারা কাঙ্ক্ষিত ফল তুলে আনতে পারেননি। মাত্র একটিতে জয় এসেছে। বাকি তিনটির মধ্যে একটি ড্র ও দুটি হার।

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে পাত্তাই পায়নি পাকিস্তান।

চার ম্যাচের সিরিজের দুটি পরিত্যক্ত হওয়ায় ২-০তে সেটি হারতে হয়েছে। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় পেলেও একটি ম্যাচ হেরে লজ্জায় ডুবেছিল দলটি। তাতে বৈশ্বিক আসরে বাবর আজম বাহিনী কতটুকু সফল হতে পারবে, তা নিয়ে সংশয় থেকে যায়।

এদিকে পাকিস্তানকে হারানোর হুঙ্কার দিয়ে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেছেন, ‘প্রথম ম্যাচ থেকেই আমরা মোমেন্টামে আছি।

এই ম্যাচেও সেই মোমেন্টাম যাতে ধরে রাখা যায় তার সর্বোচ্চ চেষ্টা আমি করব। পাকিস্তান ভালো দল, একইসাথে অভিজ্ঞ দল। তবে আমরা যেভাবে খেলছি সেভাবেই খেলে যেতে চাই। আমরা আমিরের দিকে মনোযোগ দিব, তাকে ভালোভাবে সামাল দিতে চাই। ’

পাকিস্তান একাদশ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, উসমান খান, ফখর জামান, আজম খান ইফতিখার আহমেদ, শাদাব খান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ আমির, নাসিম শাহ। যুক্তরাষ্ট্র একাদশ স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (ক্যাপ্টেন), অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নশতুশ কেনজিগে , জসদীপ সিং, আলী খান, সৌরভ নেত্রাভালকার।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (ক্যাপ্টেন), অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নশতুশ কেনজিগে , জসদীপ সিং, আলী খান, সৌরভ নেত্রাভালকার।

news24bd.tv/SC