‘জয় বাংলা ম্যারাথনে’ দৌড়ালেন ৩৫০০ প্রতিযোগী

‘জয় বাংলা ম্যারাথনে’ দৌড়ালেন ৩৫০০ প্রতিযোগী

অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিলে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদরা অংশ নেন।

আজ শুক্রবার (৭ জুন) ভোর ৫টায় শুরু হয় জয় বাংলা ম্যারাথন। ৩ ঘণ্টা ৪০ মিনিটে ২২ কিলোমিটার পথ পাড়ি দেন অংশগ্রহণকারীরা।

 

এর আগে, প্রধান অতিথি হিসেবে ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ম্যারাথন শুরুর আগেই অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা থেকেই হাতিরঝিলে ৬৫০ জন পুলিশ সদস্যকে আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় মোতায়েন করা হয়। প্রতিযোগিতাটি ড্রোন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয় এক্সপ্লুসিভ রিকভারি অ্যান্ড বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, ডগ স্কোয়াড এবং সোয়াট টিম।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর