শেষ মুহূর্তে নাটকীয়তা, জিতল বাংলাদেশ

বাংলাদেশের জয়

শেষ মুহূর্তে নাটকীয়তা, জিতল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২৪ বলে লাগে ১৭ রান, টি টোয়েন্টিতে এটা কঠিন কিছু নয়। এ সময় ছিলেন সাকিব। এরপর কিছুক্ষণের মধ্যেই সাকিবসহ তিন ইউকেট হারায় বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে নানা নাটকীয়তা শেষে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

সাকিব যখন ফিরে গেলেন তখন লাগে বাংলাদেশের দরকার ১৬ রান। বাকি ৪ উইকেট আর ২২ বল। এর পর এসে প্রথম বলেই এলবিডব্লু তাসকিন। তুষারা হ্যাটট্রিকের সামনে।

বাংলাদেশের নেই ৮ উইকেট। দরকার ১২ রান! ১৮তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন তুষারা। মানে শেষ ২ ওভারে একজন নতুন বোলারকে আনতেই হবে শ্রীলঙ্কার। মাহমুদউল্লাহ সেটি মাথায় রেখেছেন বলে মনে হয়েছে। কিন্তু রিশাদ রাখেননি। জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড রিশাদ। পরিস্থিতি বিবেচনায় বাজে শট। তবে ১৯তম ওভারের শেষ বলে ৬ মেরে সমীকরণ সহজ করেন মাহমুদ উল্লাহ।  

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন। ফলে সর্বসাকুল্যে ৯ উইকেটে মাত্র ১২৪ রানের পুঁজি দাঁড় করায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। সেই রানের চাপও শুরুতে নিতে পারেননি টপ অর্ডারে নামা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৩০ রানেই তিন উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় তাওহীদ হৃদয়ের কল্যাণে। তিনি যখন ফিরছেন তখন জয় পেতে আর ৫০ বলে ৩৪ রান দরকার টাইগারদের। সেই ম্যাচটাই কিনা কঠিন বানিয়ে ফেলেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেনরা। আবারও সেই নুয়ান থুসারা জুজু। বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কার সর্বশেষ সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ইয়র্কারে নাকানিচুবানি খেয়েছিল স্বাগতিকরা। এই ম্যাচও যেন সেদিকেই মোড় নিচ্ছিল। তবে শেষ সম্বল মাহমুদউল্লাহ রিয়াদ সেই ‘পুলসিরাত’ পার করলেন ১ ওভার হাতে রেখে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক