মাদারীপুরে ছিনতাইকালে আটক ৩

মাদারীপুরে ছিনতাইকালে আটক ৩

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সদর উপজেলার কাঠপট্টি রাস্তি ব্রিজের পশ্চিম পাড় থেকে ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ।

সদর মডেল থানা পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকার যাওয়ার জন্য একটি ইজিবাইকে করে কিছু সংখ্যক লোক মাদারীপুর শহরের দিকে আসছিল। ইজিবাইকটি কাঠপট্টি রাস্তি ব্রিজের পশ্চিম পাড়ে এলে ছিনতাইকারীরা যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইলসহ মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে।

পরে স্থানীয়রা সদর মডেল থানা-পুলিশে কাছে ছিনতাইকারীদের সোপর্দ করে।

ছিনতাইকারীরা হলো- শহরের শান্তি নগর এলাকার সিরাজ বেপারীর ছেলে সজিব বেপারী (২০), একই এলাকার রেজাউল আকনের ছেলে শাকিল আকন (২১) ও দরগাহ শরীফ এলাকার কালাম ফকিরের ছেলে সাগর ফকির (২২)।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।  

মাদারীপুর সদর মডেল থানার ওসি ( তদন্ত) মো. সিরাজুল হক সরদার বলেন, রাস্তা দিয়ে চলাচলকারী একটি ইজি বাইকে ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যপারে থানায় মামলা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর