'মনোনয়ন বাণিজ্য জন্যই বিএনপির এই ফলাফল'

ছবি সংগৃহীত

'মনোনয়ন বাণিজ্য জন্যই বিএনপির এই ফলাফল'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের উন্নয়ন হয়। তাই মানুষ নৌকায় ভোট দিয়েছে। আওয়ামী লীগ দেশের সেবক হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে বলেই মানুষ আবারও ভোট দিয়ে বিজয়ী করেছে।  
দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আওয়ামী লীগে আস্থা রাখেই বলেই সদ্য সমাপ্ত নির্বাচনে দেশের মানুষ সমর্থন দিয়েছে।

আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

হাসিনা আরও বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত, সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি বলেই জনগণ নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা লুটের অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে জেলে আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হত্যা মামলা, দুর্নীতি এবং মানিলন্ডারিংসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

জনগণ তাদের এসব তৎপরতা গ্রহণ করেনি।

অতীতের মতো সদ্যসমাপ্ত নির্বাচনও বিএনপি বানচালের চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবারও তাদের নির্বাচন বানচালের প্রচেষ্টা সবাই দেখেছে। ২০১৪ সালের নির্বাচনও তারা বানচাল করার অপচেষ্টা করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ এর নির্বাচনে বিএনপি যদি মনোনয়ন বাণিজ্য না করতো, তাহলে হয়তো তাদের ফলাফল আরও একটু ভালো হতে পারতো। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা উচিত।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর