ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করেছে এফবিআই

ফাইল ছবি

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করেছে এফবিআই

অনলাইন প্রতিবেদক

মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের প্রধানের পদ থেকে জেমস কোমিকে বরখাস্ত করার পর সংস্থাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। খবর পার্সটুডের।

ট্রাম্প রাশিয়ার পক্ষে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে কাজ করেছেন কিনা তা নির্ণয়ের জন্য এ তদন্ত শুরু করা হয়। ট্রাম্প জ্ঞাতসারেই রাশিয়ার পক্ষে কাজ করছেন কিনা তদন্তের মাধ্যমে তাও নির্ণয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

পাশাপাশি ট্রাম্পের তৎপরতা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে কিনা তাও তদন্ত করা হচ্ছিল।  
 
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ২০১৭ সালের মে মাসে এ তদন্ত শুরু হয়।

পত্রিকাটির খবরে আরও বলা হয়, জেমস কোমিকে বরখাস্ত করার একদিন পরই এ তদন্ত শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রাম্পের আচরণে আইন প্রয়োগকারী কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে এ তদন্ত আরম্ভ করেছিলেন।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর