পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সংগৃহীত ছবি

পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনার কারণ খুঁজে বের করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ জুন) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের এ ঘটনায় ডিসি গুলশানকে প্রধান করে তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ জুন) রাতে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল মনিরুল এবং কাওসার।

রাত পৌনে ১২টার দিকে হঠাৎ সহকর্মী মনিরুলকে নিজের বন্দুক দিয়ে গুলি করেন কনস্টেবল কাওসার। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল।
 
এসময় কাওসারের এলোপাতাড়ি গুলিতে পাশে থাকা জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন নামে আরেকজন আহত হন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার (৯ জুন) কাওসার আহমেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক