ভাগের টাকা নিয়ে বিরোধে আজাদ ডাকাতের মৃত্যু হয়: পিবিআই

প্রতীকী ছবি

ভাগের টাকা নিয়ে বিরোধে আজাদ ডাকাতের মৃত্যু হয়: পিবিআই

নিজস্ব প্রতিবেদক

২০১৮ সালে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ডাকাত দলের সদস্য আজাহার ওরফে আজাদকে। সোমবার (১০জুন) রাজধানীর শাহআলী ও গাজীপুরের পূবাইল থেকে ডাকাত দলের দুইজনকে গ্রেপ্তারের পর এতথ্য জানিয়েছে পিবিআই।

সকালে ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার মজিবর আকন গাবতলী এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে গড়ে তোলেন ডাকাত চক্র। ভিকটিম আজাহার এই চক্রের সদস্য ছিলেন।

২০১৮ সালে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধে জেরে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে আসামিরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডাকাতির অংশ হিসেবে ট্রলারে করে আজাহারকে নিয়ে যায় তুরাগ নদীতে। সেখানে আসামিরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়।

পিবিআই জানায়, গত ১৫ বছর ধরে গাবতলী,আমিনবাজার, তুরাগ নদী এলাকায় ডাকাতি করে আসছিল আসামিরা।

ডাকাত মজিবরের বিরুদ্ধে আছে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা।

হত্যায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানানো হয় সম্মেলনে।

news24bd.tv/ab