থানায় হামলা: আসামি ৫০০, গ্রেপ্তার ১৫

থানায় হামলা: আসামি ৫০০, গ্রেপ্তার ১৫

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

আসামি গ্রেপ্তার করায় শৈলকুপা থানায় হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতরাতে ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান এ মামলার বাদী। হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতরাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইমরান জাকারিয়া জানান, গতকাল রোববার দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে কয়েক’শ লোক থানা ঘেরাও করে ইট-পাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা ধরে চলে হামলা পাল্টা হামলা।

এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আব্দুস সালামের অবস্থা অবনতি হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মামলার আসামি ১৫ জন গ্রেপ্তার হলেও বাকীদের গ্রেপ্তাররে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক