আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল: তাওহীদ

সংগৃহীত ছবি

আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল: তাওহীদ

অনলাইন প্রতিবেদক

টাইগারদের কাছে এবার সুযোগ রয়েছে গ্রুপপর্ব পেরিয়ে সুপার এইটে জায়গা করে নেয়া। তবে তাওহীদ হৃদয়ের বিশ্বাস, বাংলাদেশ আরও দূর যেতে পারবে।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, 'আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না, আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। এটা আমার বিশ্বাস।

আমার এই বিশ্বাস আছে। ’

এসময় হৃদয় বলেন, ‘ব্যাটাররা রান করছে না, প্রত্যেক ম্যাচেই সব দলের সবাই রান করে না, ১-২ জন খেলে। সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে ১১ জন খেলে না। যে ২-৩ জন খেলবে সেদিন যেন খেলাটা শেষ করে।

এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যাটাররা রান করছে না, ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে করবে। আশা করি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবো। ’

একই মত ব্যক্ত করেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এক ফেসবুক পোস্টে মাশরাফী লিখেছেন, ‘বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরাও পুওর অ্যাপ্লিকেশন করেছি। ’ বাংলাদেশের সামনে আরও দুটি ম্যাচ রয়েছে। সেদিকেই শান্তদের মনোযোগ দিতে বলেন তিনি।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের ১১৩ রানে থামিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

৭.৪ ওভারে ৩৭ রানেই তিন তারকা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। দলীয় ৫০ রানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে দায়িত্বশীল ব্যাটিং করেন তাওহীদ হৃদয়। জয়ের জন্য ১৭ বলে প্রয়োজন ছিল ২০ রান। খেলার এমন সময় আউট হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। এর আগে ৩৪ বলে করেন ৩৭ রান করেন তিনি।

দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যাটিং করেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে সঙ্গ দিচ্ছিল জাকের আলি অনিক। কিন্তু আর জয়ের নায়ক হতে পারলেন না মাহমুদউল্লাহ। ২ বলে দরকার ছিল ৬ রান ছয় মারতে গিয়ে আউট হন তিনি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক