৯০০ কর্মী নেবে দুবাই: প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

৯০০ কর্মী নেবে দুবাই: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৯০০ শ্রমিক নেয়ার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত সরকার চাহিদা দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার (১১ জুন) সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।  

প্রতিমন্ত্রী বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্তের জন্য আরও পাঁচ কর্ম দিবস সময় বাড়িয়ে দেয়া হয়েছে। ঈদের পরে মিটিং।

এখন পর্যন্ত প্রায় ৩ হাজার অভিযোগ এসেছে। এর মধ্যে গ্রুপ অভিযোগও আছে ।

ইতালির রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাদের পাসপোর্ট আটকে আছে তাদের দ্রুতই ফেরত দেয়া হবে। এরই মধ্যে পাসপোর্ট ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মালয়েশিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা অতিরিক্ত টাকা দিয়েছে তারা যাতে পুরো টাকা ফেরত পায় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এসময় ওমানে অবৈধ ৯৬ হাজার বাংলাদেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে এবং ওমান সরকার তাদের জরিমানা মওকুফের আশ্বাস দিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

news24bd.tv/ab