রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু আজ থেকে

ডিএমপি

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু আজ থেকে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ থেকে রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আগামী ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম চলবে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক শৃঙ্খলার উন্নতিকল্পে সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে শৃঙ্খলা কার্যক্রম সফল করার জন্য নগরবাসীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্রাফিক শৃঙ্খলার উন্নয়নে ১৫ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত যেসব কার্যক্রম পরিচালিত হবে, সেগুলো হচ্ছে- ট্রাফিক সচেতনতামূলক লিফলেট, প্লেকার্ড, ফেস্টুন, গাইড বই বিতরণ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন গুলোতে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর