বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারিত্বে দেড় কোটি ডলার চীনা বিনিয়োগ (বাংলাদেশি ১৮০ কোটি টাকা) পেল রংপুরের গঙ্গাচড়ার স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা এবং ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কেএম রিদওয়ানুল বারী জিয়ন। ইভি, অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন ও সংশ্লিষ্ট প্ল্যান্ট স্থাপনে চীনের জ্বালানি প্রযুক্তি কোম্পানি এনইউসিএল থেকে এ বিনিয়োগ পাচ্ছে লজিস্টিক প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী এই প্রতিষ্ঠান। এ বিনিয়োগ দিয়ে দেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় স্টেডফাস্ট। গত বৃহস্পতিবার (১মে) চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে চীনা প্রযুক্তি কোম্পানি এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি)...
১৮০ কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

দুই দফা দাবিতে দিনাজপুরে আদালত কর্মচারীদের কর্মবিরতি
দিনাজপুর প্রতিনিধি

বেতন স্কেল গ্রেড বৃদ্ধি এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি সুযোগ এই দুই দফা দাবিতে দিনাজপুরে বিচার বিভাগীয় কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। দিনাজপুর আদালত চত্ত্বরে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যসোসিয়েশনের ব্যানারে কর্মবিরতি পালন করা হয়। এসময় আদালত চত্ত্বরে বিভিন্ন শ্লোগান ও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। আন্দোলনরত কর্মচারীরা জানান, বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুই ঘণ্টব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়েছে। দুই দফা দাবি মানা না হলে আগামীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি...
ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের কর্মবিরতি
ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়। এসময় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা। বক্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই আজ দুই ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি করেছি আমরা। এরপরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন। news24bd.tv/তৌহিদ
রাঙামাটির তরুণ উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান গড়ার লক্ষ্যে ফ্রিল্যান্সিং সর্ম্পকে কম্পিউটার প্রশিক্ষণ দিল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। টানা তিন মাসব্যাপী চলে তরুণ উদ্যোক্তা তৈরি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি। সোমবার সকাল ১০টায় সংস্থাটির উদ্যোগে রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় মনোঘর বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ কক্ষে ফ্রিল্যান্সিং শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। রাঙামাটি ব্র্যাকের সমন্বয়ক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রিজিয়নাল ম্যানেজার, মাইক্রোফাইন্যান্স মো. আবদুল আহাদ। এসময় ব্র্যাকের সিনিয়র এরিয়া ম্যানেজার সুপ্রিয় বড়ুয়া, মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল গঙ্গারাম চাকমা ও ব্র্যাক সিনিয়র এইচআর অফিসার আহমেদ উল্লাহ পারভেজ উপস্থিত ছিলেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর