ঢাকার বিপক্ষে ব্যাট করছে রাজশাহী

ছবি সংগৃহীত

ঢাকার বিপক্ষে ব্যাট করছে রাজশাহী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে থেকেই সিলেট পর্বে নামছে ঢাকা ডায়নামাইটস। প্রতিপক্ষ পঞ্চম স্থানে থাকা রাজশাহী কিংস।

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।  

মুমিনুল হক, সৌম্য সরকার, লরি ইভানসের বদলে সেকুগে প্রসন্ন, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিসকে দলে নিয়েছে রাজশাহী।


ইনজুরির কারণে শুভাগত হোমের জায়গায় ঢাকার দলে যোগ দিয়েছেন আসিফ হাসান।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে লড়াই করবে সিলেট সিক্সার্স।  

এর আগে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে খুলনা টাইটানস। রাজশাহী কিংসের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।


 
দিনের দ্বিতীয় ম্যাচে হতাশ করেছে স্বাগতিক সিলেট সিক্সার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাত্র ৬৮ রানে অলআউট হয় ডেভিড ওয়ার্নারের দল। ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয় সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা।  

রাজশাহী কিংস একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, ক্রিস্টিয়ান জংকার, জাকির হাসান, রায়ান টেন ডেসকাটে, সেকুগে প্রসন্ন, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাটে, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

ঢাকা ডাইনামাইটস একাদশ
হযরতউল্লাহ জাজাই, সুনিল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, নুরুল হাসান (উইকেট কিপার), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, আসিফ হাসান, রুবেল হোসেন ও আলিস আল ইসলাম।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর