২০ ঘণ্টার লড়াইয়ে নাইরোবিতে নিহত ১৪

দ্রুত হোটেল ত্যাগ করছে মানুষ

২০ ঘণ্টার লড়াইয়ে নাইরোবিতে নিহত ১৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলার অভিজাত হোটেল ‌‘ডুসিট ডি টু’ অবশেষে জঙ্গিমুক্ত হলো। তবে ২০ ঘণ্টার এ লড়াইয়ে প্রাণ গেছে ১৪ জনের। এ সময়ে প্রায় ৭০০ জনকে উদ্ধার করতে পেরেছে নিরাপত্তাবাহিনী। সেই সঙ্গে নিহত দুই জঙ্গির কাছ থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

এ কথা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা।  

হামলার দায় নিয়েছে আল-কায়দার সঙ্গে জড়িত সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।  

কেনিয়ার পুলিশের শীর্ষ কর্তা জোসেফ বোয়নেট জানান, মঙ্গলবার বিকেল তিনটার দিকে হোটেলের পার্কিং এলাকায় ঢুকে পড়ে জঙ্গিরা। একজন আত্মঘাতী জঙ্গি প্রথমে বিস্ফোরণ ঘটায়।

তারপরেই হোটেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বাকিরা। তবে জঙ্গিরা সংখ্যায় কজন ছিল, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। প্রথমে হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গেই জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। পরে দেশটির নিরাপত্তা বাহিনীও ঘটনস্থালে আসে। চলতে থাকে গুলি বিনিময়। পুরো ঘটনায় হোটেলে উপস্থিত আবাসিক ও কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

মঙ্গলবার বিকেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজন সশস্ত্র ব্যক্তি কালো পোশাক পরে হোটেলে ঢুকে আত্মঘাতী হামলা চালায়। দুজন বুধবার সকালে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর