দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম গুঞ্জন বহুদিনের। তবে ইন্ডাস্ট্রিতে তাদের প্রেম নিয়ে নানা কথা রটলেও, দুজনের কিন্তু মুখে কুলুপ। কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছুটা বটে। রাশমিকা-বিজয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা, যা রটল, তার অনেকটাই ঘটল। এই তারকা জুটির সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যেত, রাশমিকা ও বিজয়ের প্রেম একেবারে জমজমাট। কিন্তু হঠাৎই বিজয় ও রাশমিকার প্রেমের গল্পে টুইস্ট। নতুন গুঞ্জন, বিজয় ও রাশমিকা নাকি সম্পর্কে ইতি টেনেছেন! জোর চর্চা, প্রেমিকা রাশমিকা মান্দনাকে সমাজমাধ্যমে আর অনুসরণ করছেন না বিজয়। এ খবর চাউর হতেই নড়ে বসেছেন দুই অভিনেতার অনুরাগীরা। হঠাৎ এমন কী হল যে প্রেম ভেঙে খানখান? প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে। গুঞ্জন শুরু হলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিজয়-রাশমিকা কেউই। রোববার সকালে আচমকাই...
রাশমিকার সঙ্গে এবার কী বিজয়ের প্রেম ভেঙে খানখান!
অনলাইন ডেস্ক

সত্যি কি মা হচ্ছেন শোভিতা, যা জানা গেল
অনলাইন ডেস্ক

দক্ষিণি তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা বাবা-মা হতে চলেছেন। এমন গুঞ্জন সম্প্রতি চাউর হয়েছে। কয়দিন আগে উভয়েই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫-এ উপস্থিত হয়েছিলেন। সেখানে শোভিতার লুক দেখে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শোভিতা সেখানে একটি শাড়ি পরেছিলেন এবং তার লুক দেখে অনুমান করা হয় যে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। এমন খবর ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয় নাগা ও শোভিতাকে নিয়ে। কিন্তু সত্যি কি এই খবর? প্রকাশ করলেন নাগা ও শোভিতার এক পারিবারিক সূত্র। যদিও এই নিয়ে নাগা ও শোভিতা এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন। কিন্তু দম্পতির এক পারিবারিক সূত্র বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন। সেই সূত্রের স্পষ্ট বক্তব্য, শোভিতা মোটেই অন্তঃসত্ত্বা নন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, শোভিতা ঢিলেঢালা পোশাক পরেছিলেন ঠিকই। কিন্তু মাতৃত্বকালীন পোশাক...
এবার বলিউড নিয়ে বিস্ফোরক তথ্য ইরফানপুত্রের
অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে তাকে কথা বলতে দেখা যায়। যদিও হঠাৎ তার একটি ভিডিও নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। যেখানে অঝোরে কাঁদতে দেখা গিয়েছে বাবিলকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৪ মে) সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন বাবিল খান। সেখানে তিনি বলেন, বলিউড একটা খুব খারাপ জায়গা। এখানে সবাই খুব রূঢ়। সেই ভিডিও বার্তায় বলিউডের একাধিক তারকার ওপর ক্ষোভ ঝেড়ে বৈষম্যের শিকার বলে দাবি করেন তিনি। তবে এর কিছুক্ষণ পরেই অন্তর্জালকে বিদায় জানিয়ে নিজের আইডি ডিলিট করে দেন অভিনেতা। এরপরই একাধিক তারকার ওপর ক্ষোভ ঝেড়ে বাবিল বলেন, আমি একটা কথাই আপনাদের বলতে চাই। এই বলিউডেই শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুরদের মতো...
বক্স অফিসে ঝড়ের গতিতে 'থুদারুম', কত আয় করলো?
অনলাইন ডেস্ক

মালয়ালম কিংবদন্তি অভিনেতা মোহনলালের থুদারুম সিনেমার মাত্র ১০ দিনের বিশ্বব্যাপী বক্স অফিস কালেশন ১৫০ কোটি ছাড়িয়ে গেছে। যা এখন পর্যন্ত দ্রুততম মালায়ালাম চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি। পিঙ্কভিলার তথ্যানূযায়ী, মোহনলাল ও শোভানা অভিনীত সিনেমাটি ১০ দিনে বিশ্বব্যাপী ১৫৮ কোটি আয় করেছে। এর আগে মাত্র ৭ দিনেই বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে থুদারুম ফ্যামিলি ড্রামা এবং অপরাধ ঘরানার সংমিশ্রণে তৈরি এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকমহলে তুমুল প্রশংসা পাচ্ছে। আর সেই প্রশংসাই যেন ব্যবসায়িক সাফল্যে রূপ নিচ্ছে। তরুণ মূর্তি পরিচালিত সিনেমাটি গত শুক্রবার (২৫ এপ্রিল) মুক্তি পায়। যদিও মুক্তির আগে তেমন ভালো গুঞ্জন ছিল না সিনেমাটি ঘিরে। তবে মুক্তির ৫ দিনে এটি বিশ্বব্যাপী প্রায় ৯৫ কোটি রুপি আয় করেছে। আর বর্তমানে ১৫৮ কোটি ছাড়িয়েছে এই সিনেমা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর