আবারও জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষে হয়েছে। দুই পক্ষের বন্দুক যুদ্ধে বুধবার (২৬ জুন) দুই জঙ্গি নিহত হয়েছে। চলতি মাসে ডোডাতে এক সেনাঘাঁটিতে হামলা করেছিল জঙ্গিরা। খবর এনডিটিভির।
এক সেনা কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ডোডা জেলায় নিরাপত্তারক্ষীদের মুখোমুখি যুদ্ধে দুইজন জঙ্গির মারা গেছে।
তবে তাদের পরিচয় এখন পর্যন্ত জানানো হয়নি।
জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ জয় কুমার বলেন, সকালে তল্লাশি অভিযান চালালে তিন সন্ত্রাসীর উপস্থিতির খবর পায় পুলিশ। সেখানে বন্দুক যুদ্ধে এক জঙ্গি মারা গেছে।
রিয়াসির দিক থেকে জম্মুর কাটরার বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যাওয়ার পথে ৯ জুন বাসে হামলা করেছিল জঙ্গিরা। চালক গুলিবিদ্ধ হলে বাসটি খাদে গড়িয়ে পড়ে। তার পরেও গুলি থামায়নি জঙ্গিরা। বাসের সকল যাত্রীর মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল তারা। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ৪৩ জনের বেশি আহত।
জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বাসে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৫০ জনকে আটক করেছে পুলিশ। এখনও ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন কাশ্মীর পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।
news24bd.tv/DHL