ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয় এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বদলির আদেশে পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এবং যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) এ বি এম মাসুদ হোসেন।
আনিসুর রহমানকে ডিএমপি থেকে প্রসিকিউশন অ্যান্ড সুপ্রিম কোর্টের দায়িত্বে এবং এ বি এম মাসুদ হোসেনকে ডিএমপি থেকে ট্রান্সপোর্ট শাখায় বদলি করা হয়েছে।
news24bd.tv/SHS