বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যে আলোচনা সভার সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মুজিব উদ্দিন।
গত ২৬ জুন লেক ওয়ার্থ সিটিতে প্যারাডাইস ইন্ডিয়ান রেস্টুরেন ক্র্যাজি মারিয়োতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে যুক্তরাষ্ট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বাংলাদেশ থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে বলেন, ১৯৪৯ সনের ২৩ জুন সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। ‘৫২ সনের ভাষা আন্দোলন, ৬৬’র ৬দফা, ৬৯’র গণঅভুত্থ্যান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের অবদান। দুর্যোগ, মহামারি, ঘূর্নিঝড়, বন্যা, খরা, অতঃপর করোনা মহামারীতে সর্বদা আওয়ামী লীগ মানুষের পাশে ছিল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে দীপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছেন তার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নেতা নাফিজ আহমেদ জুয়েল, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, লিটন খান, রানা খান, আলহাজ্ব ফারুক আহমেদ, শেখ বাবুল, এম রহমান জহির, ওসমান চৌধুরী অপু, মোঃ দিদারুল আলম, সাজ্জাদ হাসান, আনোয়ারুল খান দীপু, মোঃ সাজ্জাদ, বাপ্পী চৌধুরী, আলী আক্কাস, তাজরুল ইসলাম তাজ, সাইদ মাহবুব, সেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আশরাফ কামাল, ফ্লোরিডা ষ্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন, সহ-সভাপতি আনোয়ারুল করিম শাহীন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডলি আহমেদসহ নেতারা।
news24bd.tv/SHS