মোংলায় জাহাজের ধাক্কায় নিখোঁজের ২৯ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

মোংলায় জাহাজের ধাক্কায় নিখোঁজের ২৯ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মোংলা-ঘাষিয়াখালী বঙ্গবন্ধু আন্তর্জাতিক নৌ চ্যানেলের জয়খাঁ এলাকায় লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে নিখোঁজ জেলে মহিদুল শেখের (২৫) লাশ ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় বঙ্গবন্ধু নৌ চ্যানেলের পশ্চিম পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জেলে মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে মোংলা-ঘাষিয়াখালী বঙ্গবন্ধু আন্তর্জাতিক নৌ চ্যানেলের জয়খাঁ এলাকায় লাইটার জাহাজের লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে যায়।

ওই সময় ট্রলারে থাকা এক জেলে সাঁতরে তীরে ফিরতে পারলেও মহিদুল শেখ নামে এক জেলে নিখোঁজ হন।

তিনি আরও জানান, পরে থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। এরপর নিখোঁজের ২৯ ঘন্টা পর শুক্রবার সকাল ৯টায় বঙ্গবন্ধু নৌ চ্যানেলের পশ্চিম পাড় থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত জেলের লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক