হয়তো ঘুম ভাঙে নি-- এই ভেবে ডাকতে যায় সহকর্মীকে, কিন্তু সাড়া না দেয়ায় দরজা ভেঙে ঢুকতেই চোখে পড়ল ঝুলন্ত মরদেহ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামে। বুধবার (১৪ মে) সকালের দিকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আবু সালেহ আহম্মেদ (৩৫) নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু সালেহ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তিনি বিজিবি-১৭ ব্যাটালিয়নের সিপাহি পদে কর্মরত ছিলেন। বিজিবি সূত্রে জানা গেছে, শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় থাকতেন সালেহ। প্রতিদিনের মতো বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে তাকে নিজ...
সহকর্মীর ঘুম ভাঙছে না, খোঁজ নিতে গিয়ে যা দেখলেন বিজিবি সদস্যরা
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনগ্রামের একরামুল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৬), মোশারফের চাচা ও মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (৩০), এবং মিলনের দাদা ও সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৫)। সম্পর্কে তারা চাচা, ভাতিজা ও দাদা। কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম জানান, মিলন মিয়ার বাড়ি থেকে মোশারফ হোসেনের বাড়িতে একটি পার্শ্ব বিদ্যুৎ সংযোগ লাইন ছিল। বৃহস্পতিবার দুপুরে মোশারফ সেই লাইনে ধান মাড়াইয়ের মেশিন সংযুক্ত করে ইরি ধান মাড়াই করছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে তারে আগুন ধরে যায় এবং লাইনটি পুড়ে যায়। লাইনের সমস্যা সমাধানে মোশারফ ঘরের টিনের চালে ওঠেন এবং...
রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মালবাহী ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার গণমাধ্যমকে বলেন, বাঘাইছড়ি ইউনিয়নে একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। News24d.tv/কেআই
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) বেলা সাড়ে তিন টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, এডিশনাল এসপি মো. শামসুল, সেনাবাহিনীর পীরগঞ্জ উপজেলা দায়িত্ব থাকা ক্যাপ্টেন মা'আরিজ, এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর