সিলেট থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, শীতের পূর্বাভাস
সিলেট প্রতিনিধি :
টানা কয়েক দিন বৃষ্টির পর সিলেট থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। আগামী ১৩ অথবা ১৪ অক্টোবরের দিকে বিদায় নিতে পাওে মৌসুমি বায়ু। এরপরই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কমার। তার আগ পর্যন্ত সারা দেশজুড়েই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।
এদিকে সিলেট বিভাগ জুড়ে প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে দেখা যাচ্ছে, বাতাসে মৃদু শৈত্য প্রবাহেও অনুভব করা যায়।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তুৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
একই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও...
মাদারীপুরের কালকিনিতে একটি ডোবা থেকে মো. হান্নান কবিরাজ (৫৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ভ্যান চালক ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার দক্ষিণ ধুয়াসার গ্রামের আজিজ কবিরাজের ছেলে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি পৌর এলাকার কুন্ডুবাড়ি নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় শ্রমিকরা কাজ করতে যাওয়ার সময় ডোবার মধ্যে হান্নান কবিরাজের মরদেহ ভাসমান অবস্থায় দেখে থানা-পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মাতুব্বর জানান, আমাদের ধারণা গভীর রাতে হান্নান মহাসড়কে ভ্যান চালানোর সময় অন্য কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে ভ্যানসহ ডোবায় ফেলে দেয়। এতে করে তার মৃত্যু হতে পারে।
কালকিনি থানার ওসি...
মাদকের বিরুদ্ধে সোচ্চার ইমামকে কুপিয়ে পালাচ্ছিল যুবক, গণপিটুনিতে মৃত্যু
অনলাইন ডেস্ক
মসজিদের ইমামসহ দুজনকে কুপিয়ে পালানোর সময় যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মিজানুর রহমান মিজু (৩০)। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আহত একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও তার সঙ্গে থাকা হারুনুর রশিদকে ছুরিকাঘাত করেন মিজু।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলাই দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।...
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হোসেন নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার রাতে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করে। ছাত্রদল নেতা শৈলকুপার ভগবাননগর গ্রামের মনছের আলীর ছেলে।
জানা যায়, বুধবার রাতে ভাটই বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণ ঘোষকে আটকের পর মারপিট করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে ছাত্রদল নেতা বাবলু। পরে খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল সেখানে উপস্থিত হয়ে জিম্মি অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বাবলুকে আটক করে।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত নারায়ণের ভাই জয় ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত ছাত্রদল নেতারা দাবি করে বলেন, এক...