লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) শুরুটা একদমই ভালো হয়নি মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয়ের ডাম্বুলা সিক্সার্সের। টানা দুই ম্যাচে বড় পুঁজি পেয়েও ম্যাচ জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। দ্বিতীয় ম্যাচে ১৯১ রানও ডিফেন্ড করতে পারেনি তারা।
বুধবার (৩ জুলাই) পাল্লেকেলেতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মোস্তাফিজ-হৃদয়দের ডাম্বুলাকে ৪ উইকেটে হারিয়েছে জাফনা কিংস।
এদিন আগে ব্যাট করে কুশাল প্যারেরার অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে ১৯১ রানের বড় পুঁজি পায় ডাম্বুলা। জবাব দিতে নেমে চারিথ আসালাঙ্কার ফিফটি এবং আভিষ্কা ফার্নান্দোর ৩৪ বলে ৮০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় জাফনা কিংস।
এই ম্যাচে ডাম্বুলার বাকি বোলাররা যখন রান খরচ করতে ব্যস্ত।
এতে শেষ ওভারে জাফনার লক্ষ্য দাঁড়ায় ৪ রান। যার ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মোস্তাফিজদের। এ ছাড়াও আরেক বাংলাদেশি তাওহীদ হৃদয়ও ছিলেন ডাম্বুলার একাদশে। তবে ব্যাট করার সুযোগ পাননি তিনি। প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ১ রান।
news24bd.tv/কেআই