গাজীপুরে গ্রেপ্তার তিন ডাকাতের স্বীকারোক্তি

তিন ডাকাত

গাজীপুরে গ্রেপ্তার তিন ডাকাতের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাপাসিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া ক্লোলেস ডাকাতির ঘটনায় পুলিশের চৌকোশতায় গ্রেপ্তার হয়েছে ৩ ডাকাত। গ্রেপ্তার ওই তিন ডাকাত দিয়েছে আলাদা স্বীকারোক্তি। এ ঘটনায় ডাকাতির সঙ্গে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। ওই তিন ডাকাতকে আজ বিকেলে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, কাপাসিয়া থানার সনমানিয়া ইউনিয়নের দক্ষিনগাঁও, ঘোরষাব এলাকায় দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করে বাড়ির মালিক।

ডাকাতরা হলো- নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর এলাকার আব্দুল লতিফ ওরফে ঝাডু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত সাদ্দাম হোসেন রানা, গাইবান্ধার সাদুল্যাপুরের আব্দুল কুদ্দুসের ছেলে নবির, নরসিংদীর শিবপুরের সাদারচর এলাকার আফসার উদ্দিনের ছেলে মোমেন।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(নিউজ টোয়েন্টিফোর/জিন্নাহ/তৌহিদ)

সম্পর্কিত খবর