ভূমধ্যসাগরে জাহাজডুবি, ১৭০ অভিবাসীর মৃত্যু

অভিবাসী

ভূমধ্যসাগরে জাহাজডুবি, ১৭০ অভিবাসীর মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভূমধ্যসাগরে পৃথক দুটি জাহাজডুবিতে ১৭০ অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বরাত দিয়ে এ খবর প্রচার করেছে বিবিসি।

ইতালিয়ান নৌ-বাহিনী বলেছে- লিবিয়া উপকূলে ১১৭ জনের যাত্রীবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
 
ইউএনএইচসিআর এর মুখপাত্র ফ্লাবিও ডি গিয়াসোমো বলেন, প্রাণে বেঁচে ফেরা তিন আরোহী আমাদের জানিয়েছেন লিবিয়ার উদ্দেশে যাত্রা করা ওই জাহাজে ১২০ জন অভিবাসী ছিলেন।

তারা এককভাবে এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পারছে না।  
 
গত বছর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ২ হাজার ২০০ জনের বেশি অভিাবসীর মৃত্যু হয়।
 
এ ঘটনার পর ইউএনএইচসিআর এর হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ইউরোপ যাওয়ার পথে গত বছর সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আমরা সব দেখেশুনে চোখ বুজে থাকতে পারি না।
সাগরে এমন মৃত্যুর মিছিল থামাতে হলে আমাদের কোনো চেষ্টা বাদ রাখা উচিত না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর