‘আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

‘আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ চলছে। বর্তমানে যে কমিটি আছে, সেই কমিটিকে পুনরায় নতুন করে স্থাপন করতে হবে। যেহেতু নতুনভাবে আবার সরকার গঠিত হয়েছে, তাই আগের কমিটি নিয়ে কাজ করা যাবে না। সে কারণে আজকে এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠক করার চিন্তা করেও তা করা সম্ভব হয়নি।

এখন প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে কাজ করা হবে। ’

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা জানান তথ্যমন্ত্রী।

‘এরপর সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আমাদের বৈঠক আছে। আপনাদের সঙ্গে বৈঠক করে যত দ্রুত সম্ভব ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে।

ইতোমধ্যে কাজ অনেক দূর এগিয়ে গেছে, ’যোগ করেন তথ্যমন্ত্রী।

‘প্রথম ওয়েজ বোর্ড করার সময় বিটিভি ছাড়া অন্য টিভি না থাকায় টেলিভিশনের সাংবাদিকরা ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত ছিলেন না। এখন অনেকগুলো টেলিভিশন। সেগুলো অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে। ওয়েজ বোর্ড করার পর, টেলিভিশনের জন্য আবার করা হবে নাকি সবাইকে নিয়ে একসঙ্গে করা ঠিক হবে, তা আপনাদের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। ’

‌‘দেখা যায় ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলে, সব জায়গায় তা করা হয় না। সেগুলো সরকারের পক্ষ থেকে দেখভাল করা হবে; জানান হাছান মাহমুদ।

সরকারের উন্নয়ন তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে দেশের মানুষ ১০ বছর আগের তুলনায় অনেক বেশি ভালো আছে। বাংলাদেশে এখন মানুষদের খালি পায়ে হাঁটতে দেখা যায় না। বাংলাদেশে ছেঁড়া কাপড় পরা মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। আগে ঢাকা শহরেই সন্ধ্যার পরে দেখা যেত, দরজায় এসে বলত, ‘মা আমাকে কিছু বাসি ভাত দে’, এগুলো দেখতে পাওয়া যায় না। আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না। হাতিরঝিলে গেলে মনে হয় বিদেশে এসেছি। গ্রামে গেলে কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। ’

সাগর-রুনি হত্যার বিচারের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘দেখুন, আমি মন্ত্রণালয়ে মাত্র নতুন দায়িত্ব নিয়েছি। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। যাতে এটার দ্রুত নিষ্পত্তি হয়, সে ব্যাপারে কাজ করব। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর