ইউরো থেকে ছিটকে গেলো সুইজারল্যান্ড। টাইব্রেকারে সুইসদের ৫–৩ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংলিশরা। ১২০ মিনিটের খেলায় ১–১ সমতা থাকা ম্যাচটিতে ইংল্যান্ডের শেষের নায়ক জর্ডান পিকপোর্ড।
শেষ সময়ে গড়ানো টাইব্রেকারে আলেক্সান্ডার–আর্নল্ডসহ ইংল্যান্ডের সবাই বল জালে জড়ালেও সুইজারল্যান্ডের মানুয়েল আকাঞ্জির শট আটকে দেন ইংলিশ গোলকিপার।
যদিও পুরো ম্যাচের বেশিরভাগ সময়েই চাপে ছিলো ইংলিশরা। কিন্তু শেষ হাসিটা যেন তাদেরই হলো। আক্রমণভাগের মূল অস্ত্র হ্যারি কেইন কোনো প্রভাবই রাখতে পারেননি।
পুরো ম্যাচে ইংল্যান্ডকে আশান্বিত করেছেন বুকায়ো সাকা। বেশ কয়েকবারই বল নিয়ে সুইজারল্যান্ড রক্ষণে হুমকি তৈরি করেন এই আর্সেনাল ফরোয়ার্ড।