টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ধসিয়ে সেমিতে ইংল্যান্ড

সংগৃহীত ছবি

ইউরো কাপ

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ধসিয়ে সেমিতে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

ইউরো থেকে ছিটকে গেলো সুইজারল্যান্ড। টাইব্রেকারে সুইসদের ৫–৩ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংলিশরা। ১২০ মিনিটের খেলায় ১–১ সমতা থাকা ম্যাচটিতে ইংল্যান্ডের শেষের নায়ক জর্ডান পিকপোর্ড।

শেষ সময়ে গড়ানো টাইব্রেকারে আলেক্সান্ডার–আর্নল্ডসহ ইংল্যান্ডের সবাই বল জালে জড়ালেও সুইজারল্যান্ডের মানুয়েল আকাঞ্জির শট আটকে দেন ইংলিশ গোলকিপার।

এই সেভই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

যদিও পুরো ম্যাচের বেশিরভাগ সময়েই চাপে ছিলো ইংলিশরা। কিন্তু শেষ হাসিটা যেন তাদেরই হলো। আক্রমণভাগের মূল অস্ত্র হ্যারি কেইন কোনো প্রভাবই রাখতে পারেননি।

একটা পর্যায়ে ইংলিশ গ্যালারি থেকে তাঁকে উঠিয়ে নেওয়ার স্লোগানও শুরু হয়ে যায়। কেইনের তুলনায় জুড বেলিংহাম ভালো খেলেছেন বটে, কিন্তু প্রত্যাশিত মানে ছিলেন না।

পুরো ম্যাচে ইংল্যান্ডকে আশান্বিত করেছেন বুকায়ো সাকা। বেশ কয়েকবারই বল নিয়ে সুইজারল্যান্ড রক্ষণে হুমকি তৈরি করেন এই আর্সেনাল ফরোয়ার্ড।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক