গত মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশে এক ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত ১২১ জনের মৃত্যুর ঘটনায় অবশেষে আলোচিত ধর্মগুরু ভোলে বাবা ভিডিও বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। গত ২ জুলাই ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। তবে ঘটনার ৪ দিন পর এক ভিডিও বার্তায় ভোলে বাবাকে দেখা যায়।
শনিবার সকালে ভোলে বাবার একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়, যেখানে তিনি পদদলনের ঘটনায় গভীরভাবে ব্যথিত হয়েছেন বলে জানান। তিনি বিশ্বাস করেন, দোষীদের শাস্তি হবে। পদদলনের পর এই প্রথমবার এই বিষয়ে কথা বললেন ভোলে বাবা। কয়েকটি ভারতীয় সম্প্রচারমাধ্যমে তার ভিডিও বার্তা প্রচারিত হয়, যেখানে তিনি ঈশ্বরের কাছে এই কষ্ট সহ্য করার শক্তি প্রার্থনা করেন।
তবে ভিডিও বার্তা প্রকাশ করলেও তিনি কোথায় আছেন তা স্পষ্ট নয়। ভোলে বাবা লুকিয়ে আছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তার আইনজীবী এ পি সিং জানান, তার মক্কেল জনগণের থেকে লুকিয়ে নেই, তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি।
ভোলে বাবার সাধুসঙ্গ আয়োজনে প্রধান দায়িত্বে থাকা দেবপ্রকাশ মধুকর শুক্রবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এ পি সিং দেবপ্রকাশের আইনজীবী হিসেবেও কাজ করছেন এবং আত্মসমর্পণের খবর সাংবাদিকদের জানান। দেবপ্রকাশকে প্রধান আসামি করে পুলিশ থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেছে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
গত মঙ্গলবার (২ জুলাই) বিকেলে হাথরাস জেলার রতি ভানপুর গ্রামে আয়োজিত সাধুসঙ্গে ৮০ হাজার মানুষের অনুমতি থাকলেও সেদিন প্রায় আড়াই লাখ গ্রামবাসী অংশ নিয়েছিলেন। ভোলে বাবার আসল নাম সুরাজ পাল, তিনি উত্তর প্রদেশের ইটাহ জেলার বাহাদুর নাগারি গ্রামের বাসিন্দা। পুলিশে হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। ১৯৯৯ সালে সরকারি চাকরি ছেড়ে ধর্মকর্মে মন দেন এবং নিজের নাম পরিবর্তন করেন।
news24bd.tv/TR