ভারতীয় ঋণে চট্টগ্রামে সড়কবাতি প্রকল্প সই

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার প্রণয় ভার্মা।

 

 

ভারতীয় ঋণে চট্টগ্রামে সড়কবাতি প্রকল্প সই

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শহরের ৪৬০ কিলোমিটার সড়কে এলইডি লাইট স্থাপনের লক্ষে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ভারতের আর্থিক সহায়তায় ২৬০ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে আলোকিত করা হবে চট্টগ্রাম শহর। শনিবার (৬ জুলাই) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘মডার্নাইজেশন অব সিটি স্ট্রিট লাইট সিস্টেম অ্যাট ডিফারেন্ট এরিয়া আন্ডার চট্টগ্রাম সিটি করপোরেশন’ শীর্ষক চুক্তি স্বাক্ষরিত হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ইতিহাসে সড়ক আলোকিত করতে এত বড় প্রকল্প আগে কখনও নেওয়া হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার প্রণয় ভার্মাসহ প্রমুখ।

প্রণয় ভার্মা বলেন, এই প্রকল্পটি চট্টগ্রামের জন্য একটি স্মার্ট সিটি অবকাঠামোর ভিত্তি স্থাপন করবে।  এ সময় তিনি সাম্প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় স্বাক্ষরিত ‘টেকসই ভবিষ্যতের জন্য ভারত-বাংলাদেশ সবুজ অংশীদারিত্ব’ চুক্তির গুরুত্ব তুলে ধরেন। বলেন, বর্তমানে বাংলাদেশের উন্নয়নে ভারতের ভূমিকার টোকেন অফ ফ্রেন্ডশিপ হিসেবে কাজ করবে এ প্রকল্প।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সাশ্রয়ী ও পরিবেশবান্ধবভাবে চট্টগ্রামকে আলোাকিত করা সম্ভব হবে।

হাইকমিশনার বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে শক্তি-দক্ষ পদক্ষেপ সহ-উন্নয়ন, শক্তির স্বাধীনতা বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস, বিদ্যুৎ সঞ্চালন দক্ষতা উন্নত করা, শক্তির সর্বোত্তম ব্যবহার, হ্রাস শক্তির অপচয়, টেকসই নগর উন্নয়ন, স্মার্ট শহুরে অবকাঠামো স্থাপন, এবং শহুরে জীবনের মান উন্নত হবে।  

তিনি  আশা করেন, এই ধরনের সহযোগিতা সবার জন্য একটি উজ্জ্বল, সবুজ এবং আরও সমৃদ্ধ ভবিষ্যতের পথকে আলোকিত করবে।  

‘মডারনাইজেশন অব সিটি স্ট্রিট লাইট সিস্টেমএট ডিফারেন্ট এরিয়া আন্ডার চট্টগ্রাম সিটি করপোরেশন’ শীর্ষক এই প্রকল্পটি ২০১৯ সালের ৯ জুলাই একনেক সভায় এ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডের বিভিন্ন সড়কজুড়ে এলইডি লাইট লাগানোর এই প্রকল্প বাস্তবায়নে ভারত সরকার ঋণ দিচ্ছে ২১৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা এবং বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে দেয়া হচ্ছে ৪৬ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা।

news24bd.tv/TR