ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংগীত অনুষ্ঠান মাতিয়েছেন হলিউড পপ তারকা জাস্টিন বিবার। শুক্রবার (৫ জুলাই) আম্বানিদের মুম্বাইয়ের বাড়িতে অনুষ্ঠিত হয় সংগীতের অনুষ্ঠান। অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এগুলোর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, স্টেজে গাইছেন জাস্টিন বিবার।
এরপর মঞ্চের নিচে ফিরে এসেই চোখে জল ভরে উঠে তরুণীর। এরপর থেকেই আলোচনায় রয়েছেন তিনি।
জানা গেছে, ওই তরুণীর নাম আলাভিয়া জাফরি। বলিউডের তারকা কিড সে। অভিনেতা জাভেদ জাফরির মেয়ে। হঠাৎই ঘটনাচক্রে বিবারের হাত এগিয়ে আসে আলিভিয়ার কাছে। প্রিয় গায়কের হাত ধরে মঞ্চে ওঠেন তিনি। নিজের চোখকে বিশ্বাস না হওয়ায় গায়ককে ছুঁয়ে দেখেন আলাভিয়া। সে মুহূর্তের ভিডিওই এখন নেট দুনিয়ায় ভাইরাল।
news24bd.tv/TR