বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল উদ্যম হলো অন্যায়ের প্রতিবাদ করা এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, বর্তমানে পৃথিবীর সবচাইতে মজলুম জনগোষ্ঠীর নাম ফিলিস্তিন। আজ ফিলিস্তিনবাসীর, গাজাবাসীর প্রতিবাদ করার অধিকারও নাই। এখন মুসলিম বিশ্বের সমস্ত উম্মাহ একীভূত হয়ে প্রতিবাদ করার কোনো বিকল্প নেই।
রোববার (৭ জুলাই) রাজধানীর প্রেসক্লাবে সকাল ১০টায় বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত 'ফিলিস্তিন বাসী: আপনাদের পাশে আমরা আছি' শিরোনামে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন। আলী হোসেন ফরায়েজীর উপস্থাপনায় পরিচালিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক আসাদ পারভেজ, প্রবন্ধের সারাংশের আরবি অনুবাদ করে শোনান ড. রিয়াজুল ইসলাম ও মুফতি রাশেদুল ইসলাম আজহারী।
এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন নুরুল কবির পিন্টু, শাহীদুর রহমান তামান্না, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ।