সাতক্ষীরার কলারোয়ায় বিরিয়ানি খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের মানুষ বিরিয়ানি খেয়ে পেটের পিড়ায় আক্রান্ত হন।
জালালাবাদ ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, সিংহলাল বাজারে আগাতা ফিডের চাষী সম্মেলনে বিরিয়ানি খেতে দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার শফিকুল ইসলাম জানান, পেটে ব্যথা বমি ও পাতলা পায়খানা নিয়ে অর্ধ-শতাধিক নারী-পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি।
news24bd.tv/DHL