রাজধানীতে অচলাবস্থা, হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা

কোটা আন্দোলন

রাজধানীতে অচলাবস্থা, হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড় অবরোধ করায় এসব এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানীর বড় এলাকা। অফিস শেষে ঘরমুখী মানুষ পড়েছেন ভোগান্তিতে। বাসসহ অন্যান্য যানবাহন প্রধান সড়কগুলোয় আটকা পড়েছে।

অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছেন।

সপ্তাহের প্রথম কর্মদিবসের ব্যস্ততার কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় যানজট ছিল। দুপুরে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করলে যানজট আরও বাড়ে। এরপর বিকেল চারটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়, পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও হানিফ ফ্লাইওভারে ওঠানামার চানখাঁরপুল মোড় অবরোধ করেন।

এর সঙ্গে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ চলতে থাকায় আজিমপুর–নিউমার্কেট থেকে মিরপুর ও গাবতলীর পথে চলাচলের সড়কটি দিয়েও যান চলাচল ব্যাহত হয়।

বিকেল সাড়ে চারটার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ইডেন কলেজের ছাত্রীরা, আগারগাঁও মোড় অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও পুরান ঢাকার কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

এতে পুরান ঢাকার তাঁতীবাজার, রায় সাহেব বাজার মোড়, বংশাল, গুলিস্তান, পুরানা পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরের কাজী পাড়া, শেওড়া পাড়া ও মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা, নিউমার্কেট, সায়েন্স ল্যাবসহ রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

রাজধানীর বারিধারা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নাঈম ইসলাম। থাকেন আগারগাঁও এলাকায়। রোববার সকালে আগারগাঁও থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর হয়ে শাহবাগ পৌঁছাতে তার সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। তাও মোটরসাইকেলে। সাধারণত এই পথ ২৫ থেকে ৩৫ মিনিটে তিনি যাতায়াত করেন।  
 
নাঈম ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ১১টা থেকে ১২টার দিকে শাহাবাগমুখী সড়কে মোটরসাইকেল চালানোর কোনো উপায় ছিল না। খুব কষ্ট করে পৌঁছাতে হয়েছে। কিন্তু উল্টো দিকের পথ প্রায় ফাঁকা ছিল।
 
ঠিকানা পরিবহনের বাস চালক মো. আব্দুল্লাহ বলেন, আমি চানখারপুল এলাকায় আটকা পড়িনি। গড়ি নিয়ে চলে আসতে পারছি। কিন্তু এখন সায়েন্সল্যাবে এসে দেখি রাস্তা বন্ধ। এখানেই আধা ঘণ্টার ওপর আটকাইয়া আছি। কখন লড়তে পারবো বুঝতেছি না।

কারওয়ান বাজার জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) স্নেহাশীষ কুমার দাস বলেন, সকাল থেকে দুপুরের দিকে শাহাবাগমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল না। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। কোটাবিরোধী আন্দোলনের ফলে কোনো গাড়ি কারওয়ান বাজার থেকে শাহবাগের দিকে যেতে পারছে না। ফলে এ যানজট ফার্মগেট-তেজগাঁও ছাড়িয়ে বিজয় সরণি পর্যন্ত পৌঁছেছে।

কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে ঢাকায় আজ পূর্ব নির্ধারিত রথযাত্রাও রয়েছে। রথযাত্রার কারণে দুপুর ৩টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ঢাকার স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে অন্যান্য সড়কে। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই জয়কালী মন্দির মোড়, ইত্তেফাক মোড়, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, রাজউক ভবন চত্বর, গুলিস্তান, হাইকোর্ট মোড়ে যানজট ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের এ উৎসবকে কেন্দ্র করে যানজটের বিষয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
 
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পাশাপাশি কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তাই আগেই ডিএমপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছি যানজটের আশঙ্কাপূর্ণ এলাকায় যেন সড়ক ব্যবহারকারীরা অতিরিক্ত সময় নিয়ে বের হন। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যানজট নিরসনে তারা কাজ করছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক