সিরিয়ার ‘বাক’ দিয়ে সাত ক্ষেপণাস্ত্র ভূপাতিত

‘বাক-এম২ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র’

সিরিয়ার ‘বাক’ দিয়ে সাত ক্ষেপণাস্ত্র ভূপাতিত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ারর আন্তর্জাতিক বিমান বন্দরে ইসরাইলের বিমান বাহিনীর হামলার রুখতে ‘বাক-এম২ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছে সিরিয়া। এর মাধ্যমে সফলভাবে হামলা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার এক সামরিক মুখপাত্র জানান, ইসরাইলের সাত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

ইসরাইলি হামলা রুখতে ‘বাক’ ব্যবহারের কথা জানিয়েছে সিরিয়ার মুরসালান সংবাদ সংস্থা।

খবরে আরো বলা হয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র শত্রু হামলা ঠেকাতে দীর্ঘপাল্লার এবং উচ্চমাত্রার নিখুঁত প্রতিরক্ষা দেয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর