আবারও হেরে গেল ঢাকা!

ছবি সংগৃহীত

আবারও হেরে গেল ঢাকা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা দলটা চব্বিশ ঘণ্টায় দুই ম্যাচ হেরেছে। গতকাল সোমবার চিটাগং ভাইকিংসের পর আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হারল ঢাকা ডায়নামাইটস।

ভাইকিংসের বিপক্ষে তারকায় ঠাঁসা ঢাকা ডায়নামাইটস গতকাল ১৫০ রানও করতে পারেনি। আজ একই হাল কুমিল্লার বিপক্ষেও।

 
আজ দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভিক্টোরিয়ানসকে।

ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিম ইকবালে করেন ৩৪ রান। এনামুল হক ১ রান করে ফেরেন। দলনেতা ইমরুল কায়েসকে ৭ রানে ফেরান রুবেল হোসেন।

দলের এমন বিপর্যয়ে হাল ধরেন শামসুর রহমান শুভ। ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে ক্যাচ দেন সাকিবের বলে। শুভর উইকেট নিয়ে বিপিএল ক্যারিয়ারে নিজের শততম উইকেট পূর্ণ করেন সাকিব।

এরপর শাহীদ আফ্রিদির ১৬ আর থিসারা পেরেরার ২৬ রানে ভর করে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সাকিব নেন ৩ উইকেট, ২ উইকেট করে নেন আন্দ্রে রাসেল ও রুবেল হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার হযরত উল্লাহ যাজাইকে ১ রানে ফেরান সাইফুদ্দিন। আরেক ওপেনার সুনীল নারিন রান আউট হয়ে ফেরেন ২০ রান করে।

ভিক্টোরিয়ানস বোলারদের বোলিং তোপে টপ অর্ডারের চার ব্যাটসম্যান বিদায় নেন দলীয় ৫০ রানে।

মাঝে সাকিব আর রাসেলের জুটি খানিক ভরসা দেখালেও ২৪ বলে ৪৬ রান করা রাসেলকে ফেরান পেরেরা। মূলত এখানেই ডায়নামাইটসদের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

রাসেলের পর সাকিবকে দলীয় ১১৮ রানের মাথায় ব্যক্তিগত ২০ রানে ফেরান শাহীদ আফ্রিদি। এরপর ঢাকার বাকি ব্যাটসম্যানরা মিলে করেন ২৮ রান। তাতে কুমিল্লা জয় পায় ৮ রানে।


NEWS24▐ Kamrul 
 

সম্পর্কিত খবর