পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আনোয়ার হোসেনের মরদেহ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর এ মরদেহ ফেরত দেওয়া হয়। ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া এবং ভারতের শিংপাড়া সীমান্ত এলাকায় মেইন পিলার ৭৫১-এর ৮ ও ৯নং সাব পিলারের মধ্যবর্তী স্থানে আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। বিজিবি জানায়, আনোয়ারসহ কয়েকজন যুবক বৃহস্পতিবার রাতে গরু আনতে ভারতে প্রবেশ করেন। ভোরে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের সদস্যরা তাদের ধাওয়া করে গুলি চালায়। বিএসএফ জানায়, চোরাকারবারিরা তাদের ওপর বটি ও লাঠি দিয়ে হামলা চালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। এতে আনোয়ার নিহত হন। পরে...
বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
অনলাইন ডেস্ক
বৃটিশ-পাকিস্তানকে ভয় পাইনি, ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না: মাসুদ সাঈদী
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশকে নিয়ে প্রতিবেশী কোনো দেশ যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন, তাহলে এ দেশের মানুষ সেই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত নিজেকে বন্ধু রাষ্ট্র বলে দাবি করলেও কখনোই তারা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো রাষ্ট্র নয়। তবুও প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে। প্রতিবেশী দেশ ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।...
লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে ছাত্র হত্যার ঘটনায় গিয়াস উদ্দিন সোহাগ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গভীর রাতে তাকে চট্রগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফশুক্রবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গিয়াস উদ্দিন সোহাগ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। আরও পড়ুন ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ০৬ ডিসেম্বর, ২০২৪ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানায় উপপরিদর্শক (এসআই)...
ছেলেকে আত্মগোপনে রেখে বাবার অপহরণের নাটক, ১৯ মাস পর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে আত্মগোপনে রেখে বাবা অপহরণ মামলা করার ১৯ মাস পর সেই ছেলেকে উদ্ধার করেছে পিবিআই। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তানভীর ইসলাম নামে ওই ছেলেকে উদ্ধার করা হয়। আটক তানভীর জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত পুলিশ সুপার নুর ইসলাম জানান, তালা উপজেলার ইসলামকাটি গ্রামের শহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে এক সময় বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রবিউল ইসলামকে ফাঁসাতে নিজের নাবালক ছেলে তানভির ইসলামকে (১৭) পরিকল্পিতভাবে আত্মগোপনে পাঠায় তার পিতা শহিদুল ইসলাম। এরপর তানভীরকে অপহরণ করা হয়েছে নাটক সাজিয়ে মিথ্যা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর