লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।...
আবহাওয়া অফিসের বার্তায় সুখবর নেই
অনলাইন ডেস্ক

জাতীয় সনদ তৈরি ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রের সুনির্দিষ্ট পথ তৈরি করা যাবে না: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সনদ তৈরি করা ছাড়া গনতান্ত্রিক রাষ্ট্রের সুনির্দিষ্ট পথ তৈরি করা যাবে না। এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারে প্রয়োজন সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণ। শনিবার (১০ মে) ইউনাইটেড পিপল ডেমক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপে তিনি এসব কথা বলেন। ড. আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য ধর্ম, বর্ণ, আদর্শের সমতা তৈরি করা। আলী রীয়াজ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই কেবল সবার অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। বিকেন্দ্রিক বিচার বিভাগের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সুবিচারের ব্যবস্থা করতে পারে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সবার সঙ্গে আলোচনা করে জাতীয় সনদ তৈরি করার জন্য সচেষ্ট আছে। তাতে আশা করছি, সব ধরনের নাগরিক অধিকার...
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে আজ শনিবার (১০ মে) দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। সারা রাত তারা সেখানে অবস্থান করছিলেন। জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কয়েকশ শিক্ষার্থী ও আন্দোলনকারী সেখানে অবস্থান করছেন। তারা ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধসহ বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। রাতে অবস্থানকারী অনেকেই রাস্তার ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তবে বেশিরভাগই শাহবাগ ছেড়ে গেছেন। এদিকে ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকালের মতো আজও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টায় আন্দোলন শুরু হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
সীমান্ত থেকে এপ্রিলে ১৪৩ জনকে গ্রেপ্তার: বিজিবি
১৪৩ চোরাকারবারি গ্রেপ্তার, জব্দ ১০১ কোটি টাকার পণ্য ও বিপুল পরিমাণ অস্ত্র-মাদক
অনলাইন ডেস্ক

সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে চলমান অভিযানে গত এপ্রিল মাসে ১৪৩ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্ত পারাপারের চেষ্টা ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪০০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে দেশের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে বিজিবি প্রায় ১০১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, শাড়ি, থ্রিপিস, চাদর, তৈরি পোশাক, হীরার নাকফুল, কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা-পাতা, সুপারি, চিনি, সার, কয়লা, কারেন্ট জাল, মুঠোফোন, চশমা, ফলমূল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, জিরা, শুঁটকি, চিংড়ি পোনা, কফি, চকলেট, গবাদি পশু, কষ্টিপাথরের মূর্তি, প্রাইভেট কার, ট্রাক,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর