ঋণের মামলায় ফাঁসল শিল্পার পরিবার

শিল্পার পরিবার

ঋণের মামলায় ফাঁসল শিল্পার পরিবার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আইনি জটিলতায় ফাঁসলেন শিল্পা শেঠি, তাঁর পরিবার। এক অটো মোবাইল সংস্থার কাছ থেকে নেওয়া ২১ লাখ টাকা ঋণ নেয় শিল্পার বাবা সুরেন্দ্র শেঠি। পরে তা পরিশোধ না করার কারণেই এই সমস্যায় পড়েছেন শিল্পার পরিবার।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, ২০১৫ সালে ‌‘পরহাদ অমরা’ নামে একটি সংস্থার থেকে ২১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন শিল্পার বাবা সুরেন্দ্র শেঠি।

এই ঋণের জন্য ১৮ শতাংশ হারে সুদ দেওয়ার কথা ছিল। কিন্তু ঋণ শোধ করার আগে ২০১৭ সালে অক্টোবর মাসে মৃত্যু হয় শিল্পা শেঠির বাবা সুরেন্দ্র শেঠির। পরে এই ঋণের জন্য ২০১৭ সালে ২৪ এপ্রিল প্রথম শিল্পার পরিবারকে আইনি চিঠি পাঠানো হয়। মুম্বাইয়ের মেট্রোপলিটন মেজিস্ট্রেটের আদালতে ভারতীয় দণ্ডবিধির ১৫৬ ধারায় মামলা করা হয়।

সংস্থাটির বক্তব্য, গত বছর ৮ ডিসেম্বর মামলার প্রথম শুনানি ছিল। তবে শিল্পা শেঠির পরিবারের কেই কোর্টে উপস্থিত থাকেননি। পরে আদালতের নির্দেশে ফের ভারতীয় দণ্ডবিধির ২০২ ধারায় মামলা করা হয়। এই মামলার পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর