মেজবাহ-শিরিনই দ্রুততম মানব-মানবী

মেজবাহ-শিরিনই দ্রুততম মানব-মানবী

নিউজ ২৪ ডেস্ক

বাংলাদেশ গেমস দিয়ে ১০০ মিটার স্প্রিন্টে যাত্রা শুরু হয়েছিল তাঁর। ২০১৩ সালের সর্বশেষ এই গেমসে মেজবাহ আহমেদ স্বর্ণ জিতে যে চমক দেখিয়েছিলেন, তা এখনো অব্যাহত রেখেছেন। এবারের জাতীয় সামার অ্যাথলেটিকসেও দ্রুততম মানব হয়েছেন তিনি। কোনো জাতীয় আসরে এ নিয়ে টানা ষষ্ঠ শিরোপা জিতেছেন তিনি।

গত ২২ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় সামার মিটের ১০০ মিটার দৌড়ে ১০.৩০ সেকেন্ড সময় নিয়ে মেজবাহ সেরা হন। শাহ ইমরান ও শরীফুল ইসলাম এই বিভাগে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।

মেজবাহ মোট তিনটি জাতীয় মিট ও তিনটি সামার মিটে সেরা হন।

আসরে মেয়েদের ১০০ মিটার দৌড়েও সেরা হয়েছেন শিরিন আক্তার।

তিনি সময় নেন ১২.৩০ সেকেন্ড। সোহাগী আক্তার ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও সুস্মিতা ঘোষ ১২.৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

১০০ মিটার দৌড়ে শিরিনের এটি টানা পঞ্চম শিরোপা। মোট তিনটি জাতীয় মিট ও দুটি সামার মিটে শ্রেষ্ঠত্ব পেয়েছেন তিনি।