ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৫৯ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় বন্যা

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৫৯ জনের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুলায়েশি প্রদেশে বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ।

বুধবার এবং বৃহস্পতিবার সুলায়েশি দ্বীপের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী ঝড়ো বাতাস আঘাত হানার পর প্রায় সাড়ে তিন হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় নয় জেলার বহু মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন।

দক্ষিণ সুলায়েশির দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সিয়ামসিবার বলেন, আমি এমন খারাপ পরিস্থিতি আর দেখিনি। এটাই সবচেয়ে খারাপ সময়।

তিনি শুক্রবার এএফপিকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৫ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩০।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়া জেলা। সেখানে ৪৪ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর