কোটা বিরোধী আন্দোলনে মারা যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের নাম অনুসারে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের নাম ‘শহিদ রুদ্র তোরণ’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন।
কোটা বিরোধী আন্দোলনে সিলেটের অন্যতম সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, শহিদ রুদ্র সেনের স্মরণে শাবিপ্রবি’র প্রধান ফটকের নাম শহিদ রুদ্র তোরণ ঘোষণা করছি। কাগজের এই লেখা যদি ছিড়ে ফেলা হয়, আমরা আবারও রক্ত দিয়ে লিখে রেখে আসবো।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রুদ্র সেন। গত ২৫ জুলাই কোটা বিরোধী আন্দোলনে পুলিশের ধাওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে কয়েক বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে ডুবে নিহত হন তিনি।
news24bd.tv/আইএইচ/DHL