এবার ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠান হোয়াটসঅ্যাপে

সংগৃহীত ছবি

এবার ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠান হোয়াটসঅ্যাপে

অনলাইন ডেস্ক

প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ফিচার যোগ হতে থাকে। নতুন ফিচার যোগের শীর্ষে বেশিরভাগ সময় থাকে হোয়াটসঅ্যাপ। সেই ধারা অব্যাহত রেখে নতুন এক ফিচার নিয়ে এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এবার ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে! যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ দুর্বল সেই ক্ষেত্রে এই ফিচার দারুণ উপকারি হবে বলে মনে করছে হোয়াটসঅ্যাপ।

হাই কোয়ালিটি ফটো, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের জন্য সমস্যার সমাধানও হবে এই ফিচারের মাধ্যমে।  

ওয়েবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফাইল শেয়ারের পদ্ধতি হবে আলাদা। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ‘নিয়ারবাই শেয়ারিং’ অপশন থাকবে। এর সাহায্যে বড় ফাইল শেয়ার করা যাবে ইন্টারনেট ছাড়াই।

 
তবে আলাদা নিয়ম চালু হয়েছে আইওএস ইউজারদের ক্ষেত্রে। এক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে। তবে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে দুই ধরণ নিয়েই।

news24bd.tv/এসএম/DHL