ব্রাজিলে লোহার খনিতে বাঁধ বিধ্বস্তে নিহত ৯

ছবি সংগৃহীত

ব্রাজিলে লোহার খনিতে বাঁধ বিধ্বস্তে নিহত ৯

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাইনাস গেরাইস রাজ্যে ‘ফেইজাও’ নামের লোহার আকরিক উত্তোলনের খনিতে বাঁধ বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদেরকে জীবিত উদ্ধার করতে পারার সম্ভাবনা খুবই কম।

স্থানীয় সময় শুক্রবার দুপুর একটার দিকে মাইনাস গেরাইসের ব্রুমাদিনহো শহরে অবস্থিত খনিটির শ্রমিকেরা বাঁধের ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাওয়ার সময় এটি বিধ্বস্ত হয় বলে রাজ্যটির গভর্নর রোমেউ জেমার বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

গণমাধ্যমটি জানায়, ব্রাজিলের সবচেয়ে বড় মাইনিং কোম্পানি ভ্যালে’র মালিকানাধীন বাঁধটি ধসে পড়ার কারণ এখনও স্পষ্ট নয়। বাঁধটি ধসে পড়ার পর কাঁদা-পানির স্রোতে এর নিচের বাঁধটিও বিলীন হয়ে যায়। উদ্ধারকর্মীরা মাটি সরানোর যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর