দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টার সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার কথা ছিল। কিন্তু দুপুর ১২টা নাগাদ দিল্লির বাংলাদেশ দূতাবাসকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়। দুই দেশের সরকারের নির্ভরযোগ্য সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়াতেই এদিনের অনুষ্ঠান রদ করতে হয়েছেএটি পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। শুধু বাংলাদেশই নয়, আরো কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে দিতে হয়েছে বলে তিনি জানান। news24bd.tv/AH...
দিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ পিছিয়ে গেলো
অনলাইন ডেস্ক

উপদেষ্টার এপিএস, এনসিপির সাবেক নেতাসহ ৩ জনকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি চাঁদাবাজি ও তদবির বাণিজ্যের পৃথক অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, নুরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবী এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের ২০, ২১ ও ২২ মে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেছে দুদকের অনুসন্ধান কর্মকর্তা। বৃহস্পতিবার (১৫ মে) দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয় বলেন, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাদের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। সূত্র বলছে, গত ২৭ এপ্রিল উপদেষ্টাদের এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব...
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ মে) উপদেষ্টা পরিষদের ২৮তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ বৈঠক হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক...
অধ্যাদেশ বাতিলসহ যেসব দাবি এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক

টানা দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি শেষ হলো। এনবিআর দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিন সকাল থেকে কলম বিরতি পালন শুরু করেন তারা। সকাল থেকে এনবিআরের কর্মকর্তারা অফিসে প্রবেশের পর তারা প্রতিবাদী কর্মসূচি কলম বিরতি শুরু করেন। কর্মকর্তারা বলেন, সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা একমত। আমরাও চাই সংস্কার হোক, কিন্তু সংস্কারের নামে সরকারের পুরো রাজস্ব ব্যবস্থা, আমলাতান্ত্রিক ব্যবস্থা লাল ফিতার মধ্যে বেঁধে ফেলা হোক, এটা আমরা চাই না। আমরা চাই সত্যিকারের সংস্কার। রাজস্ব বোর্ডকে ভেঙে সরকারের মন্ত্রণালয়ের দুটি খণ্ডিত অংশ রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হওয়ার ক্ষেত্রে তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর