চিরনিদ্রায় শায়িত হলেন শাফিন আহমেদ

চিরনিদ্রায় শায়িত হলেন শাফিন আহমেদ

অনলাইন ডেস্ক

গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে আজ দুপুর ৩টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। বাবা কমল দাশগুপ্তর কবরে চিরশায়িত হলেন তিনি।

এসময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ স্বজন এবং মাইলস সদস্যরা।  

এর আগে মঙ্গলবার জোহরের নামাজের সময় তার নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে।

সেখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন।

শাফিন আহমেদের মরদেহ দেশে ফিরে সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায়। গত (২৫ জুলাই) বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ।

গত ২০ জুলাই তার ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

news24bd.tv/TR  
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর