আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী

আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কোটাবিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াতের হামলায় আহতদের দেখতে রাজধানীর শ্যামলীতে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে তিনি আহতের দেখতে সোহরাওয়ার্দী মেডিকেলে যান।  প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং চোখের পানি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন।  পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

গত শনিবার (২৭ জুলাই) পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার (২৬ জুলাই) ঢাকা মেডিকেলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

news24bd.tv/FA