পঞ্চগড়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

পঞ্চগড়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে তপন চন্দ্র রায় (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে জেলার আটোয়ারী উপজেলার বামনকুমার এলাকায় ঘটে জানা গেছে মৃত তপন ওই এলাকার থিরেন চন্দ্র রায়ের ছেলে। রাখালদেবী স্কুলের সপ্তম শ্রেণীতে লেখাপড়া করত সে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের জমিতে মাছ ধরছিল তপন।

এ সময় মাছের সাথে একটি কুচিয়া ধরে সে। পরে তার মাকে বলে কুচিয়াটি পুকুরে ছাড়ে দিতে গিয়ে পিছলে পড়ে যায়। সাঁতার জানতে না পারায় সে পানিতে ডুবে যায়।  

এদিকে তপন বাড়িতে ফিরে না যাওয়ায় তার মা কিছুক্ষণ পর বাড়িতে ফিরে না আসায় তার মা খুঁজতে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তপনকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো.আবু মুসা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

news24bd.tv/কেআই